Skip to content
অনুসরণ করুন

রাজবাড়ীর

কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বোরহান উদ্দিন খান
১৮ ডিসেম্বর ২০২৫ ১০:৪৪ এএম
কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে সংযোজনযোগ্য) বেলা ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এখানে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চালু করা হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে জমি ক্রয়সহ প্রকল্পের বর্তমান পর্যায় পর্যন্ত যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ ব্রিগেড আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহম্মেদ, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...