Skip to content
অনুসরণ করুন

রাজধানীতে প্লাস্টিক গোডাউনে আগুন, পুরোপুরি নেভেনি এখনো

প্রাইম বার্তা অনলাইন
১৮ ডিসেম্বর ২০২৫ ৫:১৬ এএম
রাজধানীতে প্লাস্টিক গোডাউনে আগুন, পুরোপুরি নেভেনি এখনো

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিন তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই প্লাস্টিক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা ভবনের তৃতীয় তলায় থাকা একটি আবাসিক ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি এবং সদরঘাট ও ফায়ার সার্ভিস অধিদপ্তরসহ আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দীর্ঘ সোয়া দুই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের চারপাশ ঘিরে ফেলা হয়েছে এবং তা আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনকেও আগুন নিয়ন্ত্রণ ও সহায়তামূলক কাজে অংশ নিতে দেখা গেছে।

বঙ্গবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার রাফি জানান, ইসলামবাগ চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা প্লাস্টিক গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা ভবনের তৃতীয় তলায় থাকা একটি আবাসিক ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো পুরোপুরি নির্বাপন করা যায়নি। আমরা আগুনের চারপাশ ঘিরে ফেলেছি, আশা করছি এটি আর ছড়াবে না।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...